Lesson 1

১ম অধ্যায়

Lecture : 




জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নঃ

১. যোগাযোগ প্রযু্িক্ত কী / তথ্য প্রযুক্তি কী?                                                                         

উঃ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। /যে প্রযুক্তির মাধ্যমে তথ্যের সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনীকিকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বা সংক্ষেপে আই টি বলে।



২.  ইন্টারনেটকে বিশ্ব গ্রামের মেরুদন্ড বলা হয় কেন?

উঃ ইন্টারনেটের মাধ্যমেই মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করেও সহজে একে অন্যের সাথে যোগাযোগ রাখতে পারছে এবং বিভিন্ন তথ্য আদান-প্রদান করছে। এজন্যই ইন্টারনেটকে বিশ্ব গ্রামের মেরুদন্ড বলা হয়।



৩.  তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্ব গ্রাম - ব্যাখ্যা কর ।

উঃ বিশ্ব গ্রাম এমন একটি পরিবেশ যেখানে মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তৃত ব্যবহার তথা তথ্য আদান প্রদানের জন্য ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযোগ ছাড়া বিশ্ব গ্রামের ধারনা অসম্ভব।



৪.  বায়োমেট্রিক কী?

উঃ বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শরীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায়।



৫. শিক্ষা ক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা আলোচনা কর।

উঃ সনাতন পদ্ধতির বই সমুহকে ডিজিটাল রুপে (ই-বুক) আকারে যে ওয়েবসাইটে সংরক্ষণ করা হয় তাকে অনলাইন লাইব্রেরী বলে। এসব অনলাইন লাইব্রেরী থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনমত বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারে এবং ভিডিও চিত্র দেখেও তাদের পাঠের বিষয়ে সহজে শিখতে পারে। যা বর্তমানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে।



৬.  ন্যানো টেকনোলজি কী ?

উঃ ন্যানো টেকনোলজি বা ন্যানো টেক হচ্ছে পদার্থকে আণবিক বা ছোট আকারে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। এই প্রযুক্তিতে ন্যানো স্কেলে একটি বস্তুকে নিপুনভাবে ব্যবহার করা যায় অর্থাৎ এর পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি করা যায়।



৭.   প্রযুক্তি ব্যবহার করে  নিরাপদে ড্রাইভিং / সাইক্লিং / সুটিং প্রশিক্ষণ সম্ভব - ব্যাখ্যা কর।

উঃ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে।



৮.  বায়োমেট্রিক্স একটি আচরণীক বৈশিষ্ট্য নির্ভর প্রযুক্তি - ব্যাখ্যা কর।

উঃ বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শরীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায়। সংজ্ঞা থেকে দেখা যায় যে, বায়োমেট্রিক্স পদ্ধতি একান্তই মানুষের শরীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য ও গুনাগুন কেন্দ্রিক। সুতরাং এটি হলো একটি আচরণীক নির্ভর পদ্ধতি।



৯.  বায়োইনফারমেট্রিক্স এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা কর।

উঃ বায়োইনফরমেট্রিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি ও গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। সুতরাং বায়োইনফরমেট্রিক্স এ যে সব ডেটা ব্যবহৃত হয় তা হলো – ডি.এন.এ, জিন, এ্যামিনো এসিড ও নিউক্লিক এসিড।



১০. রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর।

উঃ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আধুনিক রোবট সমুহে চিন্তা ও কারণ সমুহ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহন করে জটিল ধাঁধার সমাধানের কৌশলগুলো সংরক্ষণ করা থাকে। যার ফলে প্রতিকূল পরিবেশেও আধুনিক রোবট দক্ষতার সাথে কাজ করতে পারে।



১১.    মোবাইল ব্যাংকিং সিস্টেম ও মানি অর্ডার এর মধ্যে কোনটি সুবিধাজনক এবং কেন?

উঃ মোবাইল ব্যাংকিং সিস্টেম ও মানি অর্ডার এর মধ্যে মোবাইল ব্যাংকিং সিস্টেম বেশি সুবিধাজনক। নিচে ছকের মাধ্যমে তা উপস্থাপন করা হলো-


১২.   টেলিকনফারেন্সিং কী?

উঃ কম্পিউটার ব্যবহার করে টেলিকমিউনিকেশন ব্যবস্থার সাহায্যে দুই বা ততোধিক ব্যক্তির মাঝে তথ্য আদান-প্রদান করাকে টেলিকনফারেন্সিং বলে।

১৩.   ক্রায়োসার্জারি কী?

উঃ ক্রায়োসার্জারি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে নিম্ন তাপমাত্রায় অসুস্থ টিস্যুর জীবাণু ধ্বংস করা হয়।

ক্রায়োসার্জারি


১৪.    আউটসোর্সিং কী?

উঃ কোন একটি কাজ নিজেরা না করে অর্থের বিনিময়ে দক্ষ কর্মী দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে করিয়ে নেয়াকে আউটসোর্সিং বলে।

১৫.   বিদেশী বন্ধুদের সাথে গেইম খেলার কৌশল ব্যাখ্যা কর।

উঃ ইন্টারনেট হলো ইন্টার কানেকটেড নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে একাধিক ইউজার বিশিষ্ট অনলাইন গেইম সংরক্ষিত থাকে যার সেটিংস এ্যাক্টিভেট করে বিদেশী বন্ধুদের সাথে গেইম খেলা য়ায়।

১৬.    ব্লগ কী ?

উঃ ব্লগ হলো এক ধরনের ওয়েবসাইট যেখানে ব্যক্তি তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে।

১৭.    আই সি টি শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপার্জনের জন্য সহজ ক্ষেত্র সৃষ্টি হয়েছে - ব্যাখ্যা কর।

উঃ আই সি টি শিক্ষায় শিক্ষিত জনবল সহজেই আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। আউটসোর্সিং হলো কোন একটি কাজ নিজেরা না করে অর্থের বিনিময়ে দক্ষ কর্মী দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে করিয়ে নেয়া এবং এর বিনিময় দেশে ও দেশের বাইরে থেকে অর্থ উপার্জন করা।

১৮.   আটিফিসিয়াল ইনটেলিজেন্ট কী?

উঃ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

১৯.   নিম্ন তাপ মাত্রায় অসুস্থ্য টিস্যুর জীবাণু কিভাবে ধ্বংস করা যায় - ব্যাখ্যা কর।

উঃ নিম্ন তাপমাত্রায় অসুস্থ টিস্যুর জীবাণু ধ্বংস করাকে ক্রায়োসার্জারি বলে। এই পদ্ধতিতে -৪১օসেঃ তাপমাত্রায় ত্বকের অসুস্থ কোষকে ধ্বংস করে রক্ত সঞ্চালন ঠিক করা হয়।

২০.  পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে ?

উঃ পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। পাটের জিনের উপাদান সমুহ বিশ্লেষণ, জিনের মাত্রা, জিনের ক্রোমোজম নির্ধারণ করে উন্নত জাতের পাট উৎপাদন করা হচ্ছে।

২১.   হ্যাকিং কী ? 

উঃ হ্যাকিং হচ্ছে অনধিকার প্রবেশ এবং অনৈতিক কর্মকান্ড বা অন্যের কম্পিউটারে বা ওয়েবসাইটে ঢুকে তথ্যের ক্ষতি সাধন করা।

২২.  নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

উঃ অপটিক্যাল ফাইবার হলো কাচের তন্তুর তৈরি এক প্রকার ক্যাবল যা আলোক-রশ্মি পরিবাহী। এর মধ্যদিয়ে আলোর গতিতে ডেটা স্থানন্তরিত হয়। এর ব্যান্ড উইডথ উচ্চ এবং এটি বৈদ্যূতিক ও চৌম্বক প্রবাহ হতে মুক্ত যার ফলে এটি দ্বারা ডেটা ট্রান্সফার নিরাপদ ও নিরবিচ্ছিন্নভাবে ডেটা ট্রান্সফার করতে সক্ষম। তাই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে।

২৩.  ইন্টারনেট কী ?

উঃ ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ককে ইন্টারনেট বলে।

২৪.   ভার্চুয়াল রিয়েলিটি কী ?

উঃ প্রকৃত পক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা জন্মানো বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চূয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীকে বাস্তব জগৎ হিসেবে চিন্তা করতে সাহায্য করে।

২৫.  অডিও এবং ভিডিও তথ্য আদান-প্রদানে কোনটিতে ডেটা স্পিড বেশি লাগে ? ব্যাখ্যা কর।

উঃ অডিওতে শুধু সাউন্ড থাকায় ডেটার পরিধি কম থাকে কিন্তু অডিও-ভিডিওতে সাউন্ড ও গ্রাফিক্স থাকায় ডেটার পরিধি বেশি হয় ফলে ব্যান্ডউইডথ বেশি লাগে।

=======================================================================

সৃজনশীল প্রশ্ন নমুনা প্রশ্ন ও উত্তরঃ

১। সাহেদ সাহেব একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক তিনি চিকিৎসা সংক্রান্ত একটি বিষয়ে গবেষণা করছেন। এর জন্য তিনি প্রায়ই ইন্টারনেটের সাহায্য নেন। বর্তমানে তিনি ও তার হাসপাতালের চিকিৎসকগণ হাসপাতালে বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে রোগীদের চিকিৎসা প্রদান করছেন।

ক) কনজ্যুমার টু কনজ্যুমার ই-কমার্স কাকে বলে?

খ) জেনিটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝায়?

গ) সাহেদ ও দেশের অন্যান্য চিকিৎসকগণ কীভাবে দেশের বিভিন্ন স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন?

ঘ) সাহেদের গবেষনা ক্ষেত্র ছাড়াও অন্যান্য গবেষণা ক্ষেত্রে ইন্টারনেটের ভ’মিকা রয়েছে - বিশ্লেষণ কর।

উত্তরঃ

ক) যখন কোন ভোক্তা ইন্টারনেটের মাধ্যমে অন্য কোন ভোক্তার কাছ থেকে প্রয়োজনীয় পণ্য কেনা-বেচা করে তখন তাকে কনজ্যুমার টু কনজ্যুমার ই-কমার্স বলে।


খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর শাব্দিক অর্থ বংশগতির প্রযুক্তিবিদ্যা। বংশগতি সংক্রান্ত জ্ঞানকে মানুষের কল্যাণের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ- আমরা বলতে পারি যে জীব কোষের ক্রোমোসোমে অবস্থিত জিন বা জিনসমষ্টির জেনেটিক পদার্থের পরিবর্তন, প্রতিস্থাপন, পুনবিন্যাসকরণ, সংশ্লেষন ও ত্রুটিসমুহ দূরকরণ ইত্যাদিকে জিন-প্রকৌশল বলে। এর মূল উদ্দেশ্য হচ্ছে কোন বিশেষ জিনকে ক্রোমোসোমের ডিএনএ অণু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো। অর্থাৎ - জিনকে কোন জীব কোষে প্রবেশ করিয়ে বা কোষ থেকে সরিয়ে নিয়ে জীবটির বংশগতির বৈশিষ্ট্যের পরিবর্তন করা সম্ভব।


গ) সাহেদ ও দেশের অন্যান্য চিকিৎসকগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।

যে যোগাযোগ ব্যবস্থায় অংশগ্রাহনকারীরা প্রত্যেকে প্রত্যেকের ছবি দেখতে পারে এবং কথা বলতে পারে তাকে টেলিকনফারেন্সিং বলে। এ পদ্ধতিতে দূরে অবস্থানরত কোন অভিজ্ঞ ডাক্তারের সাথে রোগী সরাসিরি কথা বলতে পারে। এতে করে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয় এবং রোগীরা সহজে তাদের প্রোয়োজনিও পরামর্শ পেয়ে থাকে।

ঘ) সাহেদের গবেষণা ক্ষেত্র ছাড়াও অন্যান্য গবেষণা ক্ষেত্রেও ইন্টারনেট এর ভ’মিকা অপরিসীম। ইন্টারনেট আবিষ্কারের পর থেকে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে এই টেলিকনফারেন্সিং পদ্ধতি। ১৯৭৫ সালে মরি টারফ এই পদ্ধতির উদ্ভবন করেন। এই পদ্ধতি চিকিৎসা ছাড়াও শিক্ষা, মহাকাশ বিজ্ঞান ও অন্যান্য সকল বৈজ্ঞানিক কাজে বিষেশ ভ’মিকা রাখছে। বিজ্ঞানীরা বিশে^র বিভিন্ন জায়গা থেকে এ পদ্ধতিতে নিজেদের মাঝে যোগাযোগ করতে পারে এবং প্রয়োজনীয় তথ্য আদান প্রাদন করতে পারে। বিভিন্ন প্রকার টেলিকনফারেন্সিং পদ্ধতি রয়েছে। যেমন - পাবলিক কনফারেন্সিং, ক্লোজড কনফারেন্সিং ও রিড অনলি কনফারেন্সিং।





২। কম্পিউটার শিক্ষক শিক্ষার্থীদের কম্পিউটার ল্যাবে ঢোকালেন। ল্যাব অ্যাসিসটেন্ট প্রত্যেকের মাথায় হেলমেট  এবং চেয়ারের সাথে বেল্ট বেধে দিয়ে ল্যাবের আলো নিভিয়ে দিল। এবার ছাত্ররা দেখলো তাদের সামনে বিশাল সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছরে পড়ছে পাড়ে এবং ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। এক সময় সবকিছু অন্ধকার হয়ে এলো। ল্যাব অ্যাসিসটেন্ট প্রত্যেকের হেলমেট খুলে দিল। এর পর শিক্ষক জিজ্ঞাসা করলেন, ‘‘তোমরা কোথায় গিয়েছিলে?” সবাই একসাথে উত্তর দিল, কক্সবাজার।

ক) Heuristic কী ?

খ) ভার্চুয়াল রিয়েলিটি তৈরির ক্ষেত্রে যে যে নিয়ম অনুসরণ করা হয় তা লেখ।

গ) শিক্ষক যে প্রযুক্তির মাধ্যমে ছাত্রদের কক্সবাজার নিয়ে গেলেন তার বর্ণনা দাও।

ঘ) উক্ত টেকনোলজিতে যেসব জিনিসপত্র ব্যবহৃত হয়েছে তাদের ভূমিকা মূল্যায়ন কর।



উত্তরঃ

ক) মানুষ বা অন্য প্রাণীর চিন্তা করার ক্ষমতা আছে। একে Heuristic বলে।


খ) ভার্চুয়াল রিয়েলিটি তৈরির ক্ষেত্রে অভিকর্ষ, প্রাকৃতিক বৈশিষ্ট্য, গতিশীলতা, কোন ঘটনার প্রেক্ষিতে বস্তু বা ব্যক্তির তাৎক্ষনিক ক্রিয়া-প্রতিক্রিয়া, যোগাযোগ প্রভৃতি নিয়ম অনুসরণ করা হয়।


গ) শিক্ষক ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে ছাত্রদের কক্সবাজার নিয়ে গিয়েছিলেন। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বেও উপর প্রতিষ্ঠিত। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অসম্ভব কাজ করা সম্ভব হয়। এটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের অনুকরনে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে পারে এবং সেই সাথে শ্রবণানুভূতি, দৈহিক ও মানসিক ভাবাবেগ ইত্যাদির অভিজ্ঞতা অর্জন করতে পারে। এতে মাল্টিসেন্সরি হিউম্যান-কম্পিউটার ইন্টারসেন্সরসমুহের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে, যা মানব ব্যবহারকারীদের কম্পিউটার সিমুলেটেড অবজেক্ট, সেন্স, কার্যক্রম এবং সবকিছুকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন করে তুলতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি হলো একটি ত্রিমাত্রিক বিশ^, যেখানে দৃশ্যসমুহ জীবন্ত।



ঘ) ভার্চুয়াল রিয়েটিতে যে সব জিনিসপত্র ব্যবহৃত হয়েছে তা হলো- ১. হেড মাউন্টেড ডিসপ্লে ঃ যা ব্যবহারকারীর চোখ ও কানকে ঢেকে রাখে এবং কোন দৃশ্য দেখা ও শোনার অনুভূতি জন্মায়। ২. ডাটা গ্লাভস ঃ যা প্রয়োজনীয় কমান্ড প্রদানের কাজ করে। ৩. বডি স্যুইট ঃ যা ব্যবহারকারীকে কোন রকম শারীরিক ঝুকি বা ক্ষতি ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। ৪. ত্রিমাত্রিক চশমা ঃ যা প্রদর্শিত দৃশ্যকে বাস্তবে অনুভব করতে সাহয্য করে।



৩। হাসান সাহেব একজন চিকিৎসক। তিনি ও তার কয়েক ডাক্তার বন্ধু মিলে একটি চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিলেন। তারা একটি কম্পিউটার ক্রয় করলেন এবং চিকিৎসা কেন্দ্রে ব্যবহার শুরু করলেন।

ক) ফেসবুক ও টুইটার কী ধরনের ওয়েবসাইট?

খ) কী কী বৈশিষ্ট্যের ওপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে?

গ) হাসান সাহেব তার প্রতিষ্ঠানে রোগ নির্ণয় ব্যতীত কী কী কাজে কম্পিউটার ব্যবহার করতে পারেন বলে তুমি মনে করো-ব্যাখ্যা করো।

ঘ) আইসিটির ব্যবহার হাসান সাহেবের জন্য সাশ্রয়ী- মূল্যায়ন করো।



উত্তরঃ

ক) ফেসবুক ও টুইটার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট।

খ) সাধারনত তিনটি প্রধান বৈশিষ্টের ওপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। যেমন-

১) ডেলিভারিঃ সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি  করতে হবে।

২) অ্যাকিউরেসিঃ সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে।

৩) টাইমলাইনসঃ সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হবে।



গ) হাসান সাহেব তার প্রতিষ্ঠানে রোগ নির্ণয় ব্যতীত যেসব কাজ কম্পিউটারের সাহায্যে করতে পারে তা নিম্ন রুপ-

১) প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ।

২) রোগীর সংখ্যা সংরক্ষণ।

৩) ডাক্তারের সাথে রোগীর সাক্ষাৎকারের সময় নিয়ন্ত্রন।

৪) রোগীর রোগের ধরনসমুহ ও ব্যবস্থাপত্র সংরক্ষণ এবং রোগীকে প্রদান।

৫) প্রতিষ্ঠানের শীতাতপ যন্ত্র নিয়ন্ত্রন।

৬) দূরবর্তী রোগীদের টেলিকরফারেন্সিং এর মাধ্যমে পরামর্শ প্রদান।



ঘ) আইসিটির বিষয়ে জ্ঞান থাকায় হাসান সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ, রোগীর সংখ্যা সংরক্ষণ, ডাক্তারের সাথে রোগীর সাক্ষাৎকারের সময় নিয়ন্ত্রন, রোগীর রোগের ধরনসমুহ ও ব্যবস্থাপত্র সংরক্ষণ এবং রোগীকে প্রদান, প্রতিষ্ঠানের শীতাতপ যন্ত্র নিয়ন্ত্রন, দূরবর্তী রোগীদের টেলিকরফারেন্সিং এর মাধ্যমে পরামর্শ প্রদান প্রভৃতি কাজ খুব সহজেই করতে পারছেন। কিন্তু তিনি আইসিটি বিষয়ে না জানলে তাকে এসব কাজের জন্য কর্মী নিয়োগ করতে হতো যা ব্যয় ও সময় সাপেক্ষ।

Comments

Popular posts from this blog